ইয়েমেন থেকে ইসরাইলের লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা
- By Jamini Roy --
- 24 December, 2024
ইয়েমেন থেকে আবারও ইসরাইলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার ভোরে ইসরাইলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা যায়। এই হামলার ঘটনা ঘটেছে তেল আবিবে হামলার মাত্র তিন দিন পর, যখন হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই ভূপাতিত হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। হুতিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে তারা এই হামলা চালাচ্ছে। ২১ ডিসেম্বর, শনিবারও ইসরাইলের তেল আবিবে হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে অন্তত ১৬ জন আহত হন। হামলার পর, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। তিনি বলেন, "আমরা ইরানের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছি, এবার আমরা হুতিদের বিরুদ্ধে পরিশীলিত শক্তি প্রয়োগ করব।"
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আরও কঠোর হুমকি দিয়ে বলেন, "আমরা হুতিদের ওপর কঠোর আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব, যেমনটি আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার ও লেবাননে নাসরুল্লাহর বিরুদ্ধে করেছি, তেমনটাই আমরা হোদেইদা ও সানায় করব।"
ইসরাইল ও হুতির মধ্যে চলমান এই উত্তেজনা, গাজার পরিস্থিতির প্রেক্ষাপটে আরও জটিল হয়েছে, যেখানে ইসরাইলের অব্যাহত হামলার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হুতিরা এসব হামলা চালিয়ে আসছে।